Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩৮ পিএম | আপডেট : ৫:০৮ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০১৭

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারীতে বাস চাপায় বাবা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। তারা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আবিরখিল গ্রামের মো. ইউছুফ, তার ছেলে ইকবাল সাকিব ও পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান এবং অটোরিকশা চালক মো. মোমিন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হতাহতরা সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। নিহত তিনজনের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সদর হাসপাতালে আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। এ সময়ে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে অটোরিকশা চালক মো. মোমিন মারা যান।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রায়পুরগামী জোনাকী পরিবহন ঘটনাস্থলে পৌঁছলে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন এবং পরে আরও দু’জনের মৃত্যু হয়।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক ৪ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ