Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫২ পিএম

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক রিকশা চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।


নগরীর আতুরার ডিপো ও হামজারবাগ এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ট্রাক চাপায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- বশির আহমেদ (৩৫) ও মো. সোহেল (৩২)।

তাদের মধ্যে রিকশা চালক বশিশের বাড়ি ভোলা জেলায়। আর সোহেলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় একটি ট্রাক একটি রিকশাকে পেছন থেকে চাপা দিলে বশির গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোহেলকে চাপা দেয়।

তাকেও চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে এএসআই আলাউদ্দিন জানান।



 

Show all comments
  • Mizan Ezhar ১ সেপ্টেম্বর, ২০১৭, ৯:২১ পিএম says : 0
    ইন্না লিল্লাহি.. ... সড়ক দুর্ঘটনা থেকে কবে মুক্তি পাব আমরা। ভয়ার্ত মনে যাত্রা করতে হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ