Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীসহ সারাদেশে ঈদ জামাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীসহ সারাদেশে ঈদ জামাআতের সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় দেশের প্রধান ঈদ জামাআত অনুষ্ঠিত হবে। এতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে। বিদেশী কূটনৈতিকদের জন্যও সুব্যবস্থা করা হয়েছে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাআত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর দ্বিতীয় জামায়াত সকাল ৮টায়, তৃতীয় জামাআত সকাল ৯টায়, চতুর্থ জামায়াত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামায়াত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহৎ ঈদ জামাআত অনুষ্ঠিত হবে।
সকাল ৭টার জামায়াত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, হাজারীবাগ পার্ক, সায়দাবাদ আরজুশাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ, উত্তর-পূর্ব মুগদা মগিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, ডেমরা পূর্ব বক্সনগর দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা জামে মসজিদ,নারায়ণগঞ্জ ফতুল্লার উত্তর নরসিংপুর বায়তুন নূর জামে মসজিদ, হাজী শরীয়াত উল্লাহ তাহফিজ আল কুরআনুল কারিম মাদরাসা ময়দান,
সকাল সাড়ে ৭টার জামায়াত
গুলশান সেন্ট্রাল এবং ঈদগাহ ময়দান, জমঈয়তে আহলে হাদীস-এর কেন্দ্রীয় জামায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, বাড্ডানগর জামে মসজিদ, দক্ষিণ মুগদা রসূল বাগ জামে মসজিদ ব্যাংক কলোনী,
সকাল ৮টার জামায়াত
সরকারি মাদরাসা-ই-আলিয়ার মাঠ, সিদ্ধেশ্বরী হাইস্কুল জামে মসজিদ, নারিন্দা মশুরীখোলা দরবার শরীফ জামে মসজিদ, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদ, গেন্ডারিয়া ধূপখোলাস্থ মাঠ মেয় মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টার, আরমানীটোলা তারা মসজিদ, রুপগঞ্জ পূর্বগ্রাম-বাউলিয়াপাড়া ঈদগাহ ময়দান, আরমানীটোলা তারা মসজিদ, হাজারীবাগ পার্ক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লন, মুন্সিগঞ্জের শ্রীনগরের তন্তর বাজার জামে মসজিদ, সায়দাবাদ আরজুশাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ,
সাড়ে ৮টার জামায়াত
গুলশান সেন্ট্রাল এবং ঈদগাহ ময়দান , হাজারীবাগ পশ্চিম ভাগলপুর শাহ মস্তান জামে মসজিদ, দক্ষিণ মুগদা রসূলবাগ জামে মসজিদ ব্যাংক কলোনী, সাতরওজা খানকাহ আবুল উলাইয়া, মুন্সিগঞ্জের শ্রীনগরের তন্তর পুরাতন জামে মসজিদ, ব্রা²ণখোলা মালিবাগান জামে মসজিদ, কুসুমপুর জামে মসজিদ, উত্তরগাঁও ঈদগাহ ময়দান, দক্ষিণ কেরাণীগঞ্জের মীরেরবাগ বালুরচর জামে মসজিদ, ইকুরিয়া ঈদগাহ ময়দান, জিঞ্জিরা ঈদগাহ ময়দান, ধর্মশুর কবরাস্থান ঈদগাহ ময়দান, সুলতান শাহ (রহ.) মাদবরবাড়ী জামে মসজিদ, নারায়নপটি বেলনা নতুন ঈদগাহ ময়দান, মুগারচর ফজলুল উলুম হাফিজিয়া মাদরাসা ময়দান,
সকাল ৯টার জামায়াত
সায়দাবাদ আরজুশাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ, কেরাণীগঞ্জ ধর্মশুর হামিদীয়া মাদরাসা ও এতিমখানা ঈদগাহ ময়দান,
১০টার জামায়াত
নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদ, ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিল।
চট্টগ্রামে ঈদের প্রধান জামাত জমিয়তুল ফালাহ ময়দানে
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীতে সিটি কর্পোরেশনের তত্ত¡াবধানে পবিত্র ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাত সকাল পৌনে ৮টায় জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯ টায়। মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল (বৃহস্পতিবার) প্রধান ঈদ জামাতের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন। তিনি বিশাল প্যান্ডেলের ফ্যান, আলো-বাতি, নামায আদায়ের ব্যবস্থা, মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার পথ, নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় খতিয়ে দেখেন এবং নির্বিঘেœ ঈদ জামাত আয়োজনে যাবতীয় ব্যবস্থা নিখুতভাবে সম্পাদনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। মেয়র আশা করেন, আবহাওয়া অনুকূলে থাকলে প্রথম জামাতে অর্ধ লাখের বেশী মুসল্লি ঈদের নামায আদায় করতে সক্ষম হবেন।
সিটি কর্পোরেশনের উদ্যোগে বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮ টায়, লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৭.৪৫ টায়। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল ৮.১৫ টায়। এছাড়াও নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত¡াবধানে- হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ ময়দান, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) প্রাকৃতিক দূর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মাঠের পরিবর্তে স্ব স্ব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ১টি করে প্রধান ঈদ জামাতসহ ৪১ টি ওয়ার্ডে সর্বমোট ১৬৬টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ওয়ার্ডওয়ারী ঈদ জামাতের স্থানগুলো হচ্ছে- হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ ময়দান, হযরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ (রঃ) মাজার সংলগ্ন ঈদগাহ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, চট্টগ্রাম শাহী জামে মসজিদ, কোরবানীগঞ্জ জামে মসজিদ, বলুয়ারদীঘির পূর্ব পাড়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সুগন্ধা জামে মসজিদ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনী প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রঃ) দরগাহ মসজিদ ময়দান, বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার মসজিদ, বালুছড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ ময়দান, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান, ওয়াজেদিয়া হাই স্কুল মাঠ, সৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজীর পুল বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনী ময়দান, নুরজ্জমান নাজির বাড়ী জামে মসজিদ,
বায়তুল ইকরাম জামে মসজিদ, আল আমিন বারীয়া মাদরাসা ময়দান,আজম জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৈয়বিয়া জামে মসজিদ, কাদেরীয়া জামে মসজিদ, পূর্ব ষোলশহর গাজী শাহ জামে মসজিদ ময়দান, ওমর আলী মাতব্বর জামে মসজিদ, আমিন কলোনী জুট মিলস মসজিদ, জাঙ্গালপাড়া শাহী জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদ, খতিবের হাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, বিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, মাদানী শাহী জামে মসজিদ,নাসিরাবাদ সরকারী স্কুল ময়দান, মোহাম্মদপুর মুরাদপুর চত্ত¡র, মুরাদপুরস্থ বিশ্বরোড চত্ত¡র, ভেলুয়ারদীঘি জামে মসজিদ ঈদগাহ ময়দান, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠ, ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান,পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, কালুরঘাট ইস্পাহানী জুট মিল জামে মসজিদ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান,
উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া জামে মসজিদ, সাগরিকা কেন্দ্রীয় জামে মসজিদ, বি-বøক বায়তুল আজিম জামে মসজিদের পার্শ্বে এক্স ক্লাব ময়দান, ছদু চৌধুরী বাড়ি জামে মসজিদ, মোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ, থানা ময়দান ঈদগাহ, পিএইচ আমিন একাডেমী স্কুল ময়দান ফইল্ল্যাতলী বাজার, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দান,ওয়ার্লেস কলোনী পুরাতন জামে মসজিদ, চাঁনমারী রোডস্থ কাঁচাবাজার প্রধান ঈদ জামাত, মেহেদীবাগ সিডিএ কলোনী জুমা মসজিদ, রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান, প্যারেড ময়দান, পূর্বনাসিরাবাদ বিপ্লব উদ্যান জামে মসজিদ, দেওয়ান বাজার সিএন্ডবি কলোনী জামে মসজিদ ঈদগাহ ময়দান, মেডিকেল কলেজ মসজিদ ময়দান, দারুল উলুম আলিয়া মাদ্রাসা ময়দান, সুজারমা জামে মসজিদ, চেয়ারম্যান ঘাটা, বায়তুল মামুর জামে মসজিদ, মোজাহেরুল উলুম মাদ্রাসা ময়দান, মিয়াখান নগর, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান, আবদুল লতিফ হাট, মিয়াখান সদর মসজিদ, বেলাখান সদর মসজিদ, মিয়াখান নগর, আতরজান জামে মসজিদ, ঘাটফরহাদবেগ নুর মোহাম্মদ সওদাগর মসজিদ, ইসহাকের পোল চারতলা জামে মসজিদ, লালু মাঝির বাড়ি কোরবাণীগঞ্জ,
মোমবাতিগলিস্থ এয়াকুব আলী সওদাগর জামে মসজিদ, ফকির মোহাম্মদ জামে মসজিদ, মাছুয়া ঝর্ণা লেইন, রুমঘাটা জামে মসজিদ,খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদ, কাজী সৈয়দ জামে মসজিদ, সাব এরিয়া,এনায়েত বাজার শাহী জামে মসজিদ,রেলওয়ে হাসপাতাল কলোনী জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ), খান শাহ মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান, জুনশাহ জামে মসজিদ, ঈদগাহ কারবালার ময়দান, কাশেম ভান্ডারী জামে মসজিদ, উত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দান, বেপারী পাড়া ঈদগাহ ময়দান (আলপনা কমিউনিটি সেন্টারের পার্শ্বে), আগ্রাবাদ সরকারী কমার্স কলেজ চত্ত¡র, খান সাহেব আবদুল হাকিম মিয়া মসজিদ মনছুরাবাদ, পশ্চিম মাদার বাড়ী আবুল খায়ের মসজিদ, মাদারবাড়ী পাম্প হাউস জামে মসজিদ, আগ্রাবাদ জাম্বুরী ময়দান, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনী ময়দান, সিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালা পাড়া সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, ফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ ময়দান, কলেজিয়েট হাই স্কুল ময়দান, হযরত শাহ ছুফী আমানত (রঃ) মসজিদ ময়দান, মাঝিরঘাট শাহ বিবিমসজিদ, ছুফী সোবহান সওদাগর জামে মসজিদ ময়দান, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ব্রিকফিল্ড রোড, সিএন্ড বি, পাথরঘাটা মধুবেপারী জামে মসজিদ,
নজুমিয়া লেইন, ছজওয়ার খাঁন পেশকার জামে মসজিদ, ইকবাল রোড, খাতুনগঞ্জ জামে মসজিদ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, ভ্ইূয়াগাজী জামে মসজিদ, হালিশহর, মুনিরনগর, চাক্তাই নয়া মসজিদ, সুলতান আহমদ জামে মসজিদ চত্ত¡র, শমসের খান ওয়াকফ মসজিদ ঈদজামাত ময়দান খাতুনগঞ্জ, হযরত মুহাম্মদ আলী শাহ্ (রঃ) কমপ্লেক্স জামে মসজিদ, পূর্ব হোসেন আহমদ পাড়া, উত্তর পতেঙ্গা, খিজির (আঃ) জামে মসজিদের সংলগ্ন পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠ, হালিশহর বেগমজান হাই স্কুল মাঠ, দক্ষিণ পতেঙ্গা ওমর ফারুক জুমা মসজিদ ঈদগাহ ময়দান, কাটাখালী আলিশাহ মসজিদ, শেখ আহমদ আলী ফকির বাড়ী মসজিদ, উত্তর পতেঙ্গা হোসেন আহমদ পাড়া জামে মসজিদ, পশ্চিম ফিরোজশাহ ঈদগাহ ময়দান,নুরানী জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী,হামজা চৌধুরী বাড়ী জামে মসজিদ,হাজী চাঁন্দগাজী জামে মসজিদ আবদুল লতিফ হাট, কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ মাঠ,
মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা,হালিশহর জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজ ময়দান, চট্টেশ্বরী গায়েবী মসজিদ, জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয়, হযরত টাকশাহ মিয়া দরগাহ মসজিদ সংলগ্ন সড়ক, পূর্ব বাকলিয়াস্থ গভর্মেন্ট কমার্শিয়াল ইনষ্টিটিউট, পাঠানটুলীস্থ আমীর হোসেন দোভাষ সড়ক চত্ত¡র, কালামিয়া বাজারস্থ মোর আলী বাপের (দ্বিতল) মসজিদ, হযরত মুঈনদ্দিন শাহ (রঃ) মাজার জামে মসজিদ, আলকরণ ১নং গলিস্থ বেলাল শাহ জামে মসজিদ কমিটির ঈদ জামাত, আলকরণ মোড়ে, আলকরণ মসজিদ-এ-বায়তুর রহমত, আলকরণ রোড, আবেদীন কলোনী জামে মসজিদ ঈদগাহ, বায়তুশ শরফ ধনিয়ালাপাড়া, ইব্রাহিম জামে মসজিদ ঈদগাহ ময়দান, চৌধুরী জামে মসজিদ, গ্রীনভিউ আবাসিক এলাকা জামে মসজিদ, হাজী গোলাম কাদের চৌধুরী জামে মসজিদ, হযরত মোহাম্মদ আলী শাহ্ (রাঃ) জামে মসজিদ, বারেক নগর জামে মসজিদ, জাকির কন্ট্রা. জামে মসজিদ, খেজুরতলা বায়তুর মামুর জামে মসজিদ, হাজী চাঁন্দমিঞা মসজিদ, জহুর হকার্স মার্কেট সিটি কর্পোরেশন জামে মসজিদ, জেএমসেন স্কুল মাঠ, মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা নূরনগর, নতুন মনছুরাবাদ জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী মোঃ হোসেন চৌধুরী বাড়ী জামে মসজিদ, হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদ, কাজীর দিঘী জামে মসজিদ, বিডিআর মাঠ, নূর ইসহাক হোসাইনিয়া জামে মসজিদ, হযরত হামজা খাঁ (রঃ) জামে মসজিদ, আল আমিন শাহী জামে মসজিদ, ষ্টেডিয়াম শাহী জামে মসজিদ, এবাদুল্লাহ পন্ডিত মসজিদ, তালেবিয়া শাহী জামে মসজিদ, হযরত ওয়াস কুরুনী মসজিদ।
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল মহানগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল ৮টায় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া নগরীর ৪টি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৯টায়, এবায়দুল­াহ মছজিদে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৯টায়, বায়তুল মোকারম মসজিদে সকাল ৮টায় ও ৯টায় এবং পুলিশ লাইন জামে মসজিদে সকাল ৮টায় ও সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও বরিশাল বিভাগে বড় ৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হয় চরমোনাই মাদরাসা মাঠ এবং পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা ঈদগাহ মাঠ, পটুয়াখলীর মীর্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা (রঃ)-এর মাজার শরিফ ঈদগাহ মাঠ এবং ঝালকাঠীর নেছারাবাদ জামে মসজিদে (কায়েদ সাহেব হুজুরের বাড়ি)। চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৮টায় এবং ছারছিনায় ঈদগাহ মাঠ ও ঝালকাঠীর নেছারাবাদ সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করা হবে। মীর্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা (রঃ)-এর মাজার শরিপেল ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় এবং ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দিনাজপুর অফিস জানায়, দ্বিতীয় বারের মত আগামীকাল শনিবার উপ-মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে দিনাজপুরের গোর-এ শহীদ বড়ময়দানে। নামাজ শুর হবে সকাল সাড়ে ৮টায়। সুষ্ঠভাবে নামাজ সম্পাদনের জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঈদগা মাঠের ব্যবস্থাপনা পর্যবেক্ষন করেছেন জাতীয় সংসদের হুইপ দিনাজপুর আসনের সংসদ সদস্য এম ইকবালুর রহিম।
প্রায় পৌনে চার কোটি টাকা ব্যায়ে নব নির্মিত বিশাল মিনারের পাদদেশে অনুষ্ঠিত গত ঈদুল ফিতরের জামাতে প্রায় সাড়ে তিন লক্ষ মুসুল্লি নামাজ আদায় করে। এবার ঈদুল আযহার জামাতেও বিপুল সংখ্যাক মুসুল্লির অংশগ্রহন নিশ্চিত করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা স্থাপন করা হয়েছে। ঈদের জামাত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার ব্যাপারে র‌্যাব, পুলিশ ও আনসার ভিডিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
এদিকে আহলে হাদিসের প্রধান জামাত সকাল ৮টায় দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে উপজেলাসহ জেলা শহরের শতাধিক স্থানে ঈদের জামাতের আয়োজন সম্পন্ন করা হয়েছে।
যশোরে ঈদের জামাত
রাজশাহী ব্যুরো জানায়,রাজশাহীতে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে শনিবার সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বিশাল এই ঈদ জামাতের ইমামতি করবেন, হযরত শাহ্ মখদুম (রহ.) জামেয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী। তবে বৈরী আবহাওয়া বিরাজ করলে একই সময়ে হযরত শাহ্ মখদুম (রহ:) দরগা মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় অফিস সূত্র জানায়। রাজশাহী নগরীতে এবার সিটি করপোরেশনের উদ্যোগে যৌথভাবে ১২৫টি ঈদ জামাত আয়োজন করা হবে। এসব ঈদ জামাত বেশিরভাগই শেষ হবে সকাল সাড়ে আটটার মধ্যে। উপজেলা পর্যায়েও ওই সময়ের মধ্যেই ঈদ জামাত শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৮টায় নগরীর টিকাপাড়ায় ঈদগাহে। এছাড়া মহানগরীর সাহেব বাজার বড় রাস্তায়, কাদিরগঞ্জ হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, বুলনপুর ঈদগাহ, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ ও বালিয়াপুকুর জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন, রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী শাহ মখদুম দরগা এস্টেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মহানগরীতে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় রাজশাহী প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে। এছাড়া নওদাপাড়া আমচত্ত¡র আহলে হাদীস মাঠ,বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদ, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এরপর সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
একইসময় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে- রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ, আসাম কলোনী বাইতুল মামুর জামে মসজিদে, মালদা কলোনী ঈদগাহ, শিরোইল স্কুল ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহ। সকাল সাড়ে ৮টায় রাজশাহী জজ কোর্ট ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বশরী ঈদগাহ, কাঠালবাড়ীয়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোঁজাপুর ১নং ঈদগাহ, পাঁচানী ঈদগাহ মাঠ সাতবাড়িয়া ঈদগাহ, শহীদবাগ জামে মসজিদ, মেহেরচন্ডি বুধপাড়া ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া ৮টায় পাঁচানি মাঠ, লোকনাথ স্কুল মাঠ, পৌণে ৮টায় বালিয়া পুকুর জামে মসজিদ মাঠ, ৮টায় চৌদ্দপাই মোড় ঈদগাহ, খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ এবং তালাইমারী বাজার ঈদগাহ। সকাল ৮টায় কাজলা ঈদগাহ, ডাঁশমারী পূর্ব পাড়া ঈদগাহ, সপুরা শাহী জামে মসজিদ এবং বিএডিসি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের সর্বশেষ জামাত সকাল সাড়ে নটায় অনুষ্ঠিত হবে শাহ সাহেবের খানকা শরীফ।
এদিকে, জেলার বাঘায় ঐতিহাসিক শাহী মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জেলার মোহনপুর ঈদগাহ মাঠে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, বাগমারা, তানোর, দুর্গাপুর, পুঠিয়া, চারঘাট, পবা ও গোদাগাড়ীতে সকাল ৮টা থেকে সাড়ে ৮ টার মধ্যে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া বিরাজ করলে এ ক্ষেত্রে স্থানীয় জামে মসজিদসমূহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে একাধিক জামাতও অনুষ্ঠিত হবে।
যশোর ব্যুরো জানায়, যশোরে পবিত্র ঈদের নামাজ আদায় ও কোরবানির জন্য ধর্মপ্রাণ মুসলমানদের সকল প্রস্ততি সম্পন্ন। যশোরে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়। এছাড়া পুলিশ লাইন, কালেক্টরেট মসজিদ, মার্কাস মসজিদ, উপশহর ঈদগাহ ময়দান, চাঁচড়া, নতুন খয়েরতলা জামে মসজিদ প্রাঙ্গন, পুরাতন কসবা, বারান্দীপাড়া, কারবালা, আরিপপুর ও মুড়লিসহ জেলা ও উপজেলা শহরের বিভিন্নস্থানে ও গুরুত¦পুর্ণ স্থানের ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিক‚ল থাকলে ঈদের প্রধান জামাত জামে মসজিদে একই সময়ে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে ইমামতি করবেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফ্তী নোমান হাবিবী। এছাড়া সকাল সাড়ে ৮টায় টেংেকের পাড়, শেরপুর ঈদগাহ্ মাঠ, পুলিশ লাইন মাঠ, ভাদুঘর শাহী মসজিদ, ফাটাপুকুর ঈদগাহ মাঠ, জেলা সদর হাসপাতাল মসজিদ প্রাঙ্গন, শালগাঁও কালিসীমা চৌদ্দ মৌজা ঈদগাহ মাঠ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গফরগাঁও উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঈমাম বাড়ি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টার দিকে । এছাড়া গফরগাঁও রেল স্টেশন জামে মসজিদে সকাল ৯টা, রোস্তম আলী গোলন্দাজ হাইস্কুল মাঠে সকাল সাড়ে ৯টা, গফরগাঁও পুরাতন বাস ষ্টেশন (গ্যাস অফিস সংলগ্ন ) সকাল ৯টার। গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় দারুছ-ছুন্নাৎ নেছারিয়া আলিম মাদরাসা সংলগ্র কাজী বাড়ি জামে মসজিদে সকাল সাড়ে ৯টার দিকে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে।এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ