Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগে থানায় মামলা

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পূর্ব শত্রæতার জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসান এর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ফুয়াদের মা ফ্লোয়ারা বেগম বাদী হয়ে আমিনুল ইসলাম, সবুজ, সজল, মাসুদসহ ১১জন নামীয় ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা েেছ, পূর্ব শত্রæতার জের ধরে স্বেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদ হাসান বুধবার দুপুরে বাড়িতে যাওয়ার পর প্রতিপক্ষ আমিনুল, সবুজ, সজলের নেতৃত্বে ২৫/৩০ জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ফুয়াদকে খুঁজতে থাকে। এসময় মা ফ্লোয়ারা বেগম ছেলে ফুয়াদকে বাঁচানোর জন্য একটি রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখেন। হামলাকারীরা ফুয়াদকে না পেয়ে বাড়ি-ঘর ভাঙচুর ও কুরবানীর গরু কেনার ৫০ হাজার টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটকরে নিয়ে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ