রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইনকিলাবের উপজেলা সংবাদদাতা খন্দকার আসাদুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাড়াইল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাংবাদিক আসাদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন, মানবজমিন প্রতিনিধি মো. আফছর উদ্দিন, ইনকিলাব সংবাদদাতা মাওলানা আশরাফ আলী মীর, নয়া দিগন্ত সংবাদদাতা এমদাদুল্লাহ্, ইত্তেফাক সংবাদদাতা আলী কায়সার খান, ভোরেরপাতা প্রতিনিধি মো. আবুল হাশেম ভূঞা, আমাদের সময় প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, বর্তমান প্রতিনিধি মো. দ্বীন ইসলাম প্রমুখ। উল্লেখ্য, পারিবারিক বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দু’পক্ষের ঝগড়া থামাতে গেলে এক পক্ষ সাংবাদিক আসাদের ওপর চড়াও হয়। এ সময় তাঁকে রামদা, লোহার রড ও লাঠি দিয়ে উপর্যুপরি মারপিট করে ও কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় ২৫টি সেলাই করা হয়েছে। এ ঘটনার একজনকে আটক করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।