Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনের ছাদে ভ্রমণের সময় ওভারব্রীজের ধাক্কায় দুইজনের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ট্রেনের ছাদে ভ্রমণের সময় ওভার ব্রিজের ধাক্কায় এক যুবকসহ পৃথক দুটি ঘটনায় এক অজ্ঞাত যুবকসহ দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রæতযান ট্রেন গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় রানীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রীজের ধাক্কায় গোলাম রসুল (২৩) নামে এক যুবকের মূত্যু হয়। সে জয়পুরহাট জেলার বেল আমলা গ্রামের ছবির উদ্দিনের ছেলে বলে জানাগাছে। অপরদিকে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনের উত্তর পার্শ্বে পোঁওতা নামক স্থানে আনুমানিক (৪৫) বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তি সান্তাহার থেকে পারর্বতীপুরগামী ট্রেনের নীচে কাঁটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ ঘটনা স্থল থেকে লাশ দুটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় অস্বাভাবিক মৃত্যুসহ পৃথক দুইটি মামলা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ