রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হাটহাজারীতে পবিত্র কোরবানীর ঈদকে সামনে রেখে মাদকের বেঁচা কেনা জমজমাট উপজেলার প্রতিটি এলাকায়। সন্ধ্যার পর বিভিন্ন স্থানে বসছে মাদকে হাট। আগাম মৌজুত করতে শুরু করেছে মাদক ব্যবসায়ীরা। এ জন্য পার্বত্য জেলার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি হতে প্রতিদিন সন্ধ্যার পর হাটহাজারীতে বিভিন্ন রুটে ডুকছে মাদকের চালান। মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজনকে টু পাইস দিয়ে জমজমাট ভাবে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। এতে মাদক চোরাচালান কারীরা বেপরোয়া হয়ে উঠেছে। কোরবানি ঈদকে ঘিরে মাদকের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। মাদক কিনলে ক্রেতারা পাচ্ছে বুনা মাংসের অপার। ১০০ লিটার মাদক ক্রয় করলে ১ কেজি বুনা মাংসের অপার দিয়েছে বলে জানা গেছে। হাটহাজারী উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন এলাকার মাদক ব্যবাসায়ীর সিন্ডিকেট সদস্যরা বর্তমানে মাদক ব্যবসা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে। এই সদস্যরা মানছেনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কোন আইন তোয়াক্কা করছেনা পুলিশ ও আইন শৃংখলারক্ষা কারী বাহীনিকে। কোন ভাবে এই মাদক ব্যবসায়ীকে রুখতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদক নির্মুল করতে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছে। হাটহাজারী উপজেলার পৌরসভার কলেজ গেইট, রঙ্গিপাড়া, শায়েস্তা খাঁ পাড়া, মেখল, আলিপুর, পূর্বদেওয়ান নগর এলাকা, পৌরসভার ১নং ওয়ার্ডের সন্দিপ পাড়া, মীরের হাট, চারিয়া, ফটিকা কামাল পাড়া, এগার মাইল, সুবেদার পুকুর পাড়, দক্ষিণ মেখল, গড়দুয়ারা, ফতেপুর, চৌধুরী হাট, ঠান্ডাছড়ি, নাজির হাট নতুন ব্রিজ, মনিয়া পুকুর পাড়, আমান বাজার, বড়দিঘীর পাড় এর আশ পাশের এলাকা, ফতেয়াবাদের পশ্চিমে ১নং পাহাড়তলী, বরিশাল কলোনি, সন্দিপ কলোনি, মীরের হাটের পশ্চিমে আদর্শ গ্রাম, গুচ্চ গ্রাম, হাটহাজারী পৌসভার কার্যলয়ের আশে পাশে এলাকাসহ আরো বিভিন্ন এলাকায় এসব মাদক পাবর্ত্য জেলার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে মাদক চোরা চালানের নিরাপদ সড়ক দিয়ে এসব মাদক বিভিন্ন স্পটে পাচার হচ্ছে। তবে বিগত কয়েক দিনে মডেল থানা পুলিশ বেশ কয়েক জন মাদক বিক্রেতাকে মাদকসহ আটক করেছে বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।