Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার্তদের মাঝে জমিয়তে উলামার টিউবয়েল বিতরণ

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিউবয়েল বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নীলফামারী ডিমলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোজাফফর আলীর সভাপতিত্বে টিউবয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানি, খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিখনসহ জমিয়তে উলামায়ের স্থানীয় নের্তৃবন্দ। বিতরণ অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫টি পরিবারকে একটি করে টিউবয়েল ও টিউবয়েল স্থাপনের যাবতীয় খরচ প্রদান করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ