Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দেবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় অমাবশ্যার জো’র প্রভাবে মিরুখালী-ধানীসাফা সওজের ৫ কিলোমিটার রাস্তায় ৩ স্থান দেবে গিয়ে ৫ গ্রামের প্রায় ১০ হাজার লোকের উপজেলা ও জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে এ দূর্ভোগের ফলে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী এবং জনসাধারনের চলাচলে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে মিরুখালী বাজার সংলগ্ন ডিলার বাড়ির সামনে ও তেতুলবাড়িয়া ব্রীজের নিকট রাস্তাা সম্পূর্ণ দেবে গেছে এবং ডাক্তার বাড়ির ব্রীজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ৯০ ভাগ দেবে নীচ দিয়ে পানি চলাচল করছে। বাকী অংশ টুকু ভেঙ্গে গেলে ব্রিজটি ভেঙে পড়ার আশংকা রয়েছে। অটো চালক মোঃ হাবিবুল্লাহ জানান, ঠিকাদারের দায়সারা কাজ করায় রাস্তা ভেঙ্গে যাচ্ছে। এছাড়া পানির চাপে প্রায়ই রাস্তা কোন না কোন স্থান দেবে যায়। তখন আমরা নিজেরা চাঁদা তুলে রাস্তা মেরামত করি। আঃ সোবাহান শরীফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোসাঃ চাঁদনী আক্তার জানান, রাস্তা দেবে যাওয়ায় আমাদের স্কুলে যেতে আসতে কষ্ট হয়। দেবে যাওয়া রাস্তা দ্রæত মেরামত করা না হলে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে সওজের পিরোজপুর অফিসের নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ