Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বিদ্যুতের খ্ুঁটিতে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম



বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বরগুনার বামনায় জাদুটোনার মাধ্যমে ক্ষতি সাধনের অভিযোগে ইউনুস মল্লিক নামে এক মাছ বিক্রেতাকে তার মা ও সন্তাদের সামনে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বড় ভাই, ভাতিজা ও স্ত্রী কর্তৃক অমানবিক নির্যাতনের প্রতিবাদ ও আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল সকালে সচেতন বামনাবাসীর ব্যানারে উপজেলার গোলচত্ত¡রে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানবন্ধনে উপজেলার সর্বস্তরের জনগন অংশ নেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে একটি স্মারক লিপি দেওয়া হয়। মানববন্ধন চলাকালীন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউসুফ আলী হাওলাদার, সারওয়ারজন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য দেলোয়ার হোসেন জমাদ্দার, সাবেক ইউপি সদস্য আখতারুজ্জামান শিপার সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা দাবী করেন, মাছ বিক্রেতা ইউনুসের উপর নির্যাতনের মুল নায়ক তার ভাবি পারুল বেগম। অজ্ঞাত কারণে তাকে এই মামলায় আসামী করা হয়নি তাকেও এই ঘটনায় বিচারের আওতায় আনা হইক ও গ্রেফতারকৃতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ