Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

‘টেহা খরচ কইরা গরুর দাম পাইনা’

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : “টেহা খরচ কইরা গরুর দাম পাইনা, ভারতের গরু আয়োনে দেশী গরুর দাম কয় কম, না বেইচা বাড়িতে লইয়া যাইতেগা মন চায়” কথা গুলো বলছিলেন কৃষক সিরাজ মিয়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের ইটালিয়ান সিটির বালুর মাঠের অস্থায়ী পশুর হাটে সিরাজ মিয়া তার পালন করা দুটি ষাড় গরু উঠিয়ে ক্ষোভ প্রকাশ করে কথা গুলো বলেন। ইটালিয়ান সিটির বালুর মাঠের অস্থায়ী পশুর হাটের ইজারাদার হাবিবুর রহমান মিল্টন জানান, হাটে তেমন ক্রেতা নেই। পর্যাপ্ত পরিমান গরু-ছাগল উঠলেও বেচা-কেনার ভাব ভালো দেখছেন না তারা। তবে এ হাটে উপজেলার চারিতালুক, ভোলাব, পুবেরগাঁও, বাসুন্দা, পাইশকা, ডাঙ্গাসহ আশ-পাশের এলাকার কৃষকদের পালন করা গরু-ছাগল উঠেছে। কৃষকরা অতিরিক্ত খরচ করে মুনাফার উদ্দেশ্যে কোরবানির জন্য গরু-ছাগল পালন করেছেন। দেশের বিভিন্ন জেলা উপজেলাসহ ভারত থেকে পশু আমদানি করে উপজেলার বিভিন্ন হাটে উঠিয়েছেন বেপারীরা। এ কারনে এ হাটে এলাকার কৃষকরা খরচের তুলনায় সঠিক দাম পাচ্ছেন না। এ জন্য বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন। উপজেলা প্রশাসন সুত্র জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে এবং মানুষের সুবিধার চিন্তা করে উপজেলা প্রশাসন আট স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছেন। এসব হাট টেন্ডারের মাধ্যমে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অনুমোদিত হাট গুলো হলো, ভোলাব ইউনিয়নের ইটালিয়ান সিটির বালুর মাঠ, পলখান উচ্চ বিদ্যালয়ের পেছনের ফাঁকা জায়গা, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের পুর্ব দিকের খালি মাঠ, বেলদি ফাজিল মাদ্রাসার দক্ষিণ দিকের ফাঁকা মাঠ, মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজ সংলগ্ন আমবাগান, কায়েতপাড়া শীতলক্ষ্যা নদীর ব্রীজ সংলগ্ন বালুর মাঠ, এইচ আর মডেল হাই স্কুল সংলগ্ন বালুর মাঠ ও পশি হাট ইছাপুড়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ