রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : কালিয়াকৈরে হারানো চেক দিয়ে প্রতারনার অভিযোগে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে আসামিরা বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার বাদী মোঃ ফেরদৌস কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। মামলা ও সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, উপজেলার কালিয়াকৈর বাজারের মোঃ আঃ ওয়াদুদের পুত্র বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ ফেরদৌস এর নামে এবি ব্যাংক উপজেলার চন্দ্রা শাখায় ৪০২৬-৭৮৩৫৮৪ নং হিসেব আছে। ২০১৪ সালের ২৬ জানুয়ারী তারিখে ফেরদৌস এর স্বাক্ষর করা ওই হিসাবের দুইটি চেক হারানো যায়। এঘটনায় ২০১৪ সালের ৩মার্চ তারিখে ফেরদৌস কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী (নং ৮৭) করেন এবং চেক দ’টি বাতিল করার জন্য ব্যাংকে আবেদন করলে ব্যাংক হারানো চেক দুইটি বাতিল করেন। এঘটনার প্রায় তিন বছর পর উপজেলার আষাড়িয়া বাড়ি গ্রামের আবুল কালামের পুত্র রুহুল আমিন ব্যবসায়ী ফেরদৌসের হারানো ওই দুইটি চেকের মধ্যে একটি চেকে ১০ লাখা টাকা লিখে নগদায়ন করার জন্য চেকটি ব্যাংকে দাখিল করেন। তবে ব্যাংক ওই চেক গ্রহণ করে নাই। ব্যাংক মারফত ওই সংবাদ পেয়ে হারানো ওই চেক দুইটি উদ্ধারের জন্য ফেরদৌস অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পি মোকদ্দমা নং ৪৮৩/২০১৭ দায়ের করেন। এঘটনায় ক্ষুব্ধ হয়ে রুহুল আমিনের নেতৃত্বে ৩ জনের একদল প্রতারক মঙ্গলবার বিকালে ফেরদৌসের ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার তাকে চাপ দেন । এসময় প্রতারকদের কথামত ফেরদৌস মামলা প্রত্যাহার করতে অস্বীকার করলে প্রতারকরা তাকে হত্যাসহ যে কোন ধরনের ক্ষতিসাধন করবে বলে হুমকি দিয়ে দ্রæত পালিয়ে যায়। এ ঘটনায় ফেরদৌস ঘটনার দিন রাতেই কালিয়য়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।