Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবেশ নষ্ট করে ফিলিংস্টেশন স্থাপনের অভিযোগ

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জের কালিগঞ্জে পরিবেশ নষ্ট করে পেট্রোল পাম্প স্থাপনের অভিযোগ উঠেছে। কৃষি জমি এবং লোকালয়ের বসত বাড়ির খুব কাছাকাছি এই পাম্পটি স্থাপন করা হচ্ছে বলে জানা গেছে। গত মঙ্গলবার জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। জেলার দেবীগঞ্জ উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ প্রধানাবাদ গ্রামে ৪৩ শতক কৃষি জমির উপর মেসার্স শাহ নেওয়াজ ফিলি ষ্টেশন নামে একটি পেট্রোল পাম্প স্থাপন করা হচ্ছে। ফিলিং ষ্টেশনটির প্রোপাইটার ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে মোস্তাক আলী। জমির মালিক রেজাউল করিমকে ২০ শতাংশ শেয়ার দিয়ে তিনি এই পাম্প স্থাপন করছেন। এ প্রসঙ্গে ৮নং দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামেদুল ইসলাম জানান, ঐ এলাকার মানুষজন লিখিত ভাবে সমস্যাটির কথা জানিয়েছে। ব্যাক্তি গত ভাবে আমি নিজেও মনে করি ঐ এলাকায় পেট্রোল পাম্প স্থাপিত হলে এলাকার ক্ষতি হবে। পঞ্চগড় জেলা পরিষদের সদস্য হারুনর রশিদ বলেন, ঐ এলাকার মানুষ ক্ষতিগ্রস্থ হবে। তারা লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে জেলা পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে পেট্রোল পাম্পের মালিক মোস্তাক আহমেদ জানান, সরকারি নীতিমালা মেনে আমার নিজের জমিতে পেট্রোল পাম্পটি করা হচ্ছে। কিছু স্বার্থন্বেষি মহল এলাকার উন্নয়ন হোক এটা চায়না। তাই অভিযোগ করেছে। পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল এ প্রসঙ্গে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ