বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চট্টগ্রাম আগমন উপলক্ষে মাত্র দুই সপ্তাহের মধ্যে নগরীর প্রধান প্রধান সড়কসমূহের মেরামত কাজ সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ বিষয়ে সিটি মেয়র কড়া নজরদারিতে রেখেছিল প্রকৌশল বিভাগকে। চসিকের প্রকৌশল বিভাগ মেয়র আ জ ম নাছির উদ্দিনের নির্দেশনায় রাত-দিন এসফল্ট প্ল্যান্টের মিশ্রণ দিয়ে বিশেষ করে এয়ারপোর্ট রোড, বারিক বিল্ডিং রোড, শেখ মুজিব রোড, ইস্পাহানী রোড, সাইফুদ্দিন খালেদ রোড, ঢাকা ট্রাংক রোড এবং সাগরিকা রোডের যাবতীয় মেরামত কাজ সম্পন্ন করে। তাছাড়া ঈদুল আযহাকে সামনে রেখে জনভোগান্তি লাঘবে মেয়রের নির্দেশনার প্রেক্ষিতে মেরিনার্স রোড, এম এস আলী রোড, রেবতি মোহন রোড, কবি নজরুল ইসলাম রোড, বায়েজিদ বোস্তামী রোড, আরাকান রোড, হাটহাজারী রোড এবং পোর্ট কানেকটিং রোডসহ নগরীর প্রায় সকল প্রধান সড়কের গর্তসমূহ প্ল্যান্টের মিশ্রণ দিয়ে ভরাট করে যান চলাচল উপযোগী করে। তবে এখনো ইস্পাহানী থেকে বহদ্দারহাট হয়ে শাহ আমানত সেতু পর্যন্ত সড়ক পথের বেহাল দশা রয়েছে। ইস্পাহানী থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কাংশ মেরামতের দায়িত্ব ফ্লাইওভার নির্মাণের কারণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এবং বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত সড়কাংশের মালিকানা সড়ক ও জনপথ বিভাগের। এ বছর ওয়াসার ব্যাপক রোড কাটিং, অতিবর্ষণ ও জোয়ারের পানি রাস্তায় জমে থাকা এবং পোর্টের মালবাহী অত্যাধিক ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সিটি মেয়রের নির্দেশনানুযায়ী নগরীর সকল সড়ক নির্ধারিত সময়ের মধ্যে যান চলাচলের উপযোগী করা হবে। বৃষ্টিপাত কমার সাথে সাথে বাকী কাজ দ্রæত গতিতে এগিয়ে নেয়া হবে বলে চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ান ক্রিকেট দল এবং বাংলাদেশ ক্রিকেট দল আগামী ১ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরে আসবে এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট দল চট্টগ্রামের হোটেল রেডিসন বøুতে অবস্থান করবে এবং জহুর আহমদ স্টেডিয়ামে টেষ্ট ম্যাচ শেষ করে ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ত্যাগ করবে। গতকাল (বুধবার) নগরভবনের মেয়র দপ্তরে অনুষ্ঠিত প্রকৌশল বিভাগের এক সমন্বয় সভায় এ সংক্রান্ত বিষয়ে অবহিত করা হয়। সমন্বয় সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, আবু ছালেহ, কামরুল ইসলাম ও নির্বাহী প্রকৌলীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।