Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থ্যালাসিমিয়া সমিতি হাসপাতাল লটারির ড্র অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি হাসপাতাল ২০১৭ এর ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা জিতেছে ঘ-০৬৬৪৩০২ নম্বরের টিকেট। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ এম,পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ওমর গোলাম রব্বানী ও সমিতির উপদেষ্টা প্রাক্তন প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্যাংকের প্রতিনিধি ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ। সর্বমোট ৫০ লাখ টাকার ১০২৫টি পুরস্কার দেয়া হচ্ছে। এর মধ্যে প্রথম পুরস্কার ১টি ফ্ল্যাট বাড়ি অথবা নগদ ৩০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার গাড়ি অথবা ৭ লাখ টাকা, তৃতীয় পুরস্কার মটর সাইকেল অথবা দেড় লাখ টাকা, চতুর্থ পুরস্কার নগদ ৫০ হাজার টাকা, পঞ্চম পুরস্কার নগদ ৩০ হাজার টাকা, ষষ্ঠ পুরস্কার (১০টি) ৫ হাজার টাকা, সপ্তম পুরস্কার (১০টি) ২ হাজার টাকা, অষ্টম পুরস্কার (১০০০টি) ১ হাজার টাকা,। ড্রয়ের ফলাফল মোবাইলের মাধ্যমে জানা যাবে। এজন্য এসএমএস করতে হবে বিটিএস স্পেস টিকেটের সিরিজ ও নম্বর এবং পাঠাতে হবে ৬৯৬৯ নম্বরে। আগামী এক মাসের মধ্যে পুরস্কারের দাবি নামা পেশ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ