বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : জব্দকৃত ৭০ লাখ টাকার ৪০৪ মেট্রিক টন গিøসারিন আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম বন্দরের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল (বুধবার) দুপুরে বন্দরের নিলাম শাখা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন-বন্দরের সহকারী পরিদর্শক (পরিবহন) মনোয়ার হোসেন, উচ্চমান বহিঃসহকারী নুরুল ইসলাম চৌধুরী ও পুলক কান্তি দাশ।
দুদকের উপ-সহকারী পরিচালক সাধন সূত্রধর জানান, ১৪টি কন্টেইনারে করে বন্দরে আসা ৪০৪ মেট্রিক টন অপরিশোধিত (ক্রুড) গিøসারিন জব্দের পর রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি তারা। এর পরিবর্তে জাল নথি তৈরি করে ২০১৫ সালের ২০ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে তা পাচার করে দেওয়া হয়। জব্দকৃত গিøসারিনের দাম ৭০ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।