Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৎ ভাইয়ের দায়ের কোপে নিহত

| প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের জকিগঞ্জে সৎ ভাইয়ের দায়ের কোপে কামাল আহমদ নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত কামাল উপজেলার খলাছড়া গ্রামের সফই মিয়ার বড় ছেলে। গতকাল মঙ্গলবার সকালে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। বিকেলে সৎ ভাই জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবীবুর রহমান হাওলাদার জানান, মঙ্গলবার সকালে ঘুমন্ত অবস্থায় কামাল আহমদকে দা দিয়ে এলোপাথাড়ি কোপায় তার সৎ ভাই জাকির হোসেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর কামাল আহমদের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সিলেটের ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামাল আহমদকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওসি হাবীবুর রহমান হাওলাদার জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহতের শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ওসি জানান, সৎ ভাই জাকিরকে খলাছড়া ইউনিয়নের লোহারমহল থেকে গ্রেফতার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ