Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

| প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

পুলিশের সাথে সংঘর্ষে আহত ১০
চট্টগ্রাম ব্যুরো : বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের পর গতকাল (মঙ্গলবার) আমিন জুট মিলের শ্রমিকেরা সড়কে অবরোধ সৃষ্টি করে। সকাল ১০টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত টানা ৫ ঘন্টার অবরোধে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের নগরীর আতুরার ডিপো থেকে রৌফাবাদ অংশে যান চলাচল বন্ধ থাকে। এর প্রভাবে নগরীর বিশাল এলাকায় দিনভর তীব্র যানজটের সৃষ্টি হয়। বায়েজিদ বোস্তামি থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিকেলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে অবরোধ তুলে নেয় শ্রমিকেরা।
এর আগে সকালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা রাস্তায় বিক্ষোভ শুরু করে। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এসময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে জবাবে পুলিশও রাবার বুলেট ছোড়ে। শ্রমিকদের দাবি সংঘর্ষে তাদের ১০-১২ জন আহত হয়েছেন। এক পর্যায়ে পুলিশ পিছু হটে। পুলিশ সরে যাওয়ার পর সড়ক অবরোধ করে শ্রমিকেরা। এসময় তারা পাশের রেললাইনও অবরোধ করে। শ্রমিকেরা সড়কের ওপর কাঠ-টায়ার জড়ো করে আগুন দেয় বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে। সড়ক অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। নগরীর থেকে হাটহাজারী, রাউজান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িগামী যাত্রীদের মালপত্র নিয়ে হেঁটেই মিল এলাকা পার হতে হয়।
আমিন জুট মিলের তাঁত শ্রমিক মো. করিম বলেন, আমাদের সাত সপ্তাহের বেতন বাকি। ঈদের আর মাত্র কয়দিন বাকি। কোনো বেতন-বোনাস দেওয়া হয়নি। আজ (মঙ্গলবার) বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। সকালে কারখানায় আসার পর তারা দুই সপ্তাহের বেতন দিতে চায়। এরপরই শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। আমিন জুট মিলের ১৫টি বিভাগে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। আমিন জুট মিলে ‘সপ্তাহ’ ভিত্তিতে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ