বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : ভুমি ধ্বসে হ্মতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর অবদান স্বরূপ রাঙ্গামাটি জেলার ৭১ জন ছাত্র-ছাত্রীকে রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার এক অনুষ্টানে ওই সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। সেনা বাহিনী সূত্রে জানা গেছে, গত ১৩ জুন রাঙ্গামাটি পাবত্য জেলায় ভুমি ধ্বসে হ্মতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার একদল ছাত্র-ছাত্রী। তারা সেনাবাহিনী এবং বেসামরিক প্রশাসনের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সমন্বয় এবং সহযোগিতায় তারা অগ্রণী ভূমিকা পালন করেন। মানবতার সেবায় তাদের এই ভূমিকা হ্মতিগ্রস্থ সাধারণ মানুষের কষ্ট লাঘবে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এই মহৎ কাজের স্বীকৃতি স্বরূপ রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক ৭১ জনকে সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফারুক। এছাড়াও শাখা ডিজিএফআই, রাঙ্গামাটি এর অধিনায়ক কর্ণেল মোহাম্মদ রাশেদ ইকবাল, রাঙ্গামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ পাভেল আকরাম সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।