Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যা দুর্গত এলাকায় দ্রুতই শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে -শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বন্যা দুর্গত এলাকায় দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বন্যার ফলে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। দ্রুতই অর্থ সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। গতকাল (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সভায় তিনি একথা বলেন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বিগত অর্থবছরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জাতীয় অগ্রগতির চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়ন বেশি হলেও আমরা সন্তুষ্ট হতে পারি না। আগামীবার শতভাগ বাস্তবায়ন করতে হবে। বরাদ্দ অর্থের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে- সেই প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সকল প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, সারা বছরের কাজ ভাগ করে স্থির করা হয়েছে। সকল কর্মসূচী পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে। কাজের মান আরো উন্নত করার জন্য বিশেষ ও নিয়মিত পরিদর্শন ও মনিটরিং করতে হবে। কোনো ধরনের দুর্নীতি, অপচয়, অপব্যবহার বরদাস্ত করা হবে না। এসময় সভায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান ও ড. অরুনা বিশ্বাস এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ