Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তারকাদের অংশগ্রহণে বিটিভির ঈদ আনন্দমেলার চমক

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ঈদ উল আযহা উপলক্ষে তৈরি হয়েছে বিটিভির ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। এবারের আনন্দমেলায় থাকছে বেশি কিছু গানের চমক, তারকাদের নৃত্য পরিবেশন এবং সমসাময়িক বিষয় নিয়ে মজার কয়েকটি স্কিট। গত ২২ থেকে ২৪ আগস্ট ঢাকার বেশ কিছু লোকেশনে এবং বিটিভির নিজম্ব স্টুডিওতে সেট তৈরি করে আনন্দমেলার শূটিং হয়েছে। এবারের আনন্দমেলায় উপস্থাপনা করছেন চিত্রনায়ক রিয়াজ এবং অভিনেত্রী-কণ্ঠশিল্পী শাওন। আনন্দমেলায় থাকছে কৌশিক হোসেন তাপসের সংগীত তত্ববাধানে বিশ্বের বেশ কয়েকটি দেশের খ্যাতিমান যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে তৈরি দুটি গান। একটি গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসংগীত শিল্পী হলেও এবারে তিনি গেয়েছেন আঞ্জুমান আরা বেগমের গাওয়া ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ গানটি। অন্য গানটি সামিনা চৌধুরীর গাওয়া শিল্পী মাহমুদ উন নবীর ‘তুমি যে আমার কবিতা’। এই গানটির সঙ্গে পারফর্মেন্সে অংশ নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। শিল্পী কৌশিক হোসেন তাপস নিজের লেখা ও সুরে, ফুয়াদের সংগীতায়োজনে গেয়েছেন ‘কত ভালোবাসি তোমাকে’ গানটি। উপস্থাপনার পাশাপাশি শাওন নিজে গেয়েছে আমার আছে চলচ্চিত্রের ‘আমার আছে জল’ গানটি। সদ্য প্রয়াত সংগীত ব্যক্তিত্ব লাকি আখান্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সুর করা ও হ্যাপি আখন্দের গাওয়া ‘কে বাাঁশি বাজায়রে’ গানটি গেয়েছেন ফাহমিদা নবী। গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। এছাড়া এম এস রানার লেখা ও আইয়ুব বাচ্চুর সুরে আইয়ুব বাচ্চু, বালাম, কণা ও কোনালের গাওয়া আনন্দমেলার টাইটেল গানটি নতুন করে উপস্থাপন করা হচ্ছে এবারের অনুষ্ঠানে। আনন্দমেলার জন্য একটি চমৎকার নৃত্য পরিবেশন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এছাড়া লিখনের কোরিওগ্রাফিতে বিশেষ নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন কয়েক প্রজন্মের শিল্পীরা। তারা হলেন লায়লা হাসান, মুনমুন আহমেদ, নাদিয়া ও লিখন। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তৈরি মজার মজার সব স্কিটে অংশ নিয়েছেন তারকা শিল্পীরা। থাকছে চতুর্থ শেনীতে পড়া শীর্ষেন্দুকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, যার চিঠি পড়ে মাননীয় প্রধানমন্ত্রী পায়রা নদীতে একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আরো থাকছে অন্ধ দুই সংগীত শিল্পী বোন রুবা ও টুংটাংকে নিয়ে প্রতিবেদন, যারা অন্ধ ছেলে-মেয়েদের গান শিখিয়ে জীবন বদলে দিতে শুরু করেছে। বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদের পরিকল্পনা ও গ্রন্থণায় এবারের ঈদ আনন্দমেলা পরিচালনা করবেন মাহফুজা আক্তার। প্রচার হবে ঈদের রাত ১০টার ইংরেজি সংবাদের পর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ