Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে দশ পর্বের দুটি ধারাবাহিক ও খন্ড নাটক

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় এবার প্রচার হবে দশ পর্বের দুটি ধারবাহিক। একটি হচ্ছে রওনক হাসানের রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘মাই নেম ইজ ব্যাড’ আর অন্যটি হচ্ছে মেহরাজ জাহিদের রচনা ও মুরসালিন শুভ’র পরিচালনায় ‘বিবাহ সমাচার’। ‘বিবাহ সমাচার’ নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে দশমদিন, রাত ৭.৩০টায়। এ নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম, সুমাইয়া শিমু, ফারুক আহমেদ, রুনা খান, কচি খন্দকার, সুষমা সরকার, কিসলু, আইরিন প্রমূখ। এছাড়া ‘মাই নেম ইজ ব্যাড’ প্রচার হবে ঈদের দিন থেকে দশমদিন, রাত ৯.৩০টায়। এ নাটকে অভিনয় করেছেন রওনক, সানজিদা প্রীতি, শ্যামল মওলা, ছন্দা, আজিজুল হাকিম, পারভীন আখী, অথৈ, নরেশ ভূইয়া, ম আ সালাম প্রমূখ। এ দুটি ধারাবাহিক ছাড়াও এবারও শামীম জামানের পরিচালনায় দশ খন্ডের নাটক ‘চুটকি ভান্ডার’ প্রচার হবে ঈদের দিন থেকে দশম দিন রাত ৮টায়। এ নাটকে অভিনয়ে করেছেন সাজু খাদেম, ইশানা, আখম হাসান, আলভী, শামীম জামান, অহনা, তারিক স্বপন, তুষার খান, অরিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ