Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জে শোভাগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ দোকান ভষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে শোভাগঞ্জ বাজারের আবুল হোসেন মার্কেটে আকষ্মিকভাবে আগুনের সুত্রপাত ঘটে। অগ্নিকান্ড নিমিষেই চারিদিকে ছড়িয়ে পড়ে বাজারের স্বপন স্বর্ণকার, দিলীপ কনফেকশনারী, লাল মিয়ার ফার্নিচার, ডাক্তার কানু হোমিও হল, আলম বস্ত্রালয়, লেচু জুয়েলারী, আংগুর হার্ডওয়ার, সবুজ পারটেক্স, মশিউর ওষুধালয়, রাশেদ লাইব্রেরী ও আনারুল মুদি স্টোরসহ ১৪ দোকানের নগদ টাকা মালামাল ও স্বর্ণালংকার পুঁড়ে ছাই হয়। এলাকাবাসি আগুন নিয়ন্ত্রেণে নিতে ব্যর্থ হয়। গাইবান্ধার ফায়ার সার্ভিসের কর্মী দল ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রেণে আনে। ফায়ার সার্ভিসের কর্মী দল ও ব্যবসায়ীদের তথ্য মতে প্রায় আড়াই কোটি টাকার মালামাল ভষ্মিতূত হয়েছে। অগ্নিকান্ডের ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসেছে। তারা কি করবে ভেবে পারছেন না। কিভাবে আগুন লেগেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ