Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্জ্য অপসারণে ধামরাই মেয়রের বিশেষ উদ্যোগ

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ঢাকার ধামরাই পৌরসভায় কুরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাইসহ এর বর্জ্য অপসারনের বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন পৌর মেয়র। পৌরসভা পরিস্কার পরিছন্ন রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এরই মধ্যে লিফলেট বিতরণ, দর্শনীয় স্থানগুলিতে পোস্টার লাগানো মসজিদে মসজিদে প্রচার শুধু তাই নয় বর্জ্য রাখার জন্য সহস্রাধীক চটের ব্যাগ বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছেন। আবার পৌরসভায় কর্মরত অনেকের ছুটি বাতিল করা হয়েছে। জানা গেছে, পৌরসভা দুর্গন্ধমুক্ত ও পরিস্কার পরিছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে কুরবানি করা। সেইসাথে জনগণের চলাচলে পথ উন্মুক্তর স্বার্থে সড়ক বা মহল্লার রাস্তায় জবাই থেকে বিরত থাকা। নিজ বাড়ির আঙ্গিনায় জবাই করলে নিজ দায়িত্বে দ্রæততম সময়ে বর্জ্য অপসারণ ও মাটিতে গর্ত করে তা পুতে ফেলা। আবার স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণের স্বার্থে রাস্তার পাশে ড্রেন, ডোবা, নদীর ও পরিত্যাক্ত উন্মুক্ত স্থানে কোনভাবেই বর্জ্য না ফেলা এমন নির্দেশনা দেয়া হয়েছে পৌরসভা থেকে। এ প্রসঙ্গে পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা বলেন, শুধু জনগনের স্বার্থে ঈদের দিনই পরিস্কার পরিছন্নতার জন্য বর্জ্য অপসারণে আমি নিজেই তা মনিটরিং করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ