Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলার ২২০ সড়কই যান চলাচল অনুপযোগী : ঈদ যাত্রায় জনদুর্ভোগ

ল²ীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের করুণ দশা

ল²ীপুর থেকে এস এম বাবুল (বাবর) : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ল²ীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের বেহাল অবস্থা। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটিতে অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়মিত পথচারি, শিক্ষার্থী, পরিবহন চালক ও স্থানীয়দের। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রতিনিয়ত এসব গর্তে গাড়ি বা ট্রাক হেলে পড়লে তা উঠাতে দীর্ঘ সময় লেগে যায় ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
সরেজমিনে দেখা যায়, ল²ীপুর-রায়পুর আঞ্চলিক মহা-সড়কের রায়পুর পৌরসভা কার্যালয়ের সামনে, এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে, বয়াতি বাড়ির সামনে, ট্রাক স্টেশন, হ্যাচারী সংলগ্ন পুল, বাসাবাড়ি, সর্দ্দার বাড়ি, রবিদাসের পুল, মাইলের মাথা, জনতা বাজার, সিংড়ের পুল, বর্ডার বাজারসহ প্রায় শতাধিক স্থানে ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও জেলা শহর থেকে প্রত্যেকটি উপজেলায় যোগাযোগের জন্য প্রতিটি সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। ঈদ যাত্রায় দুর্ভোগ বাড়বে।
অপরদিকে জেলার রামগঞ্জ উপজেলায় ২৫০টি সড়কের মধ্যে ২২০টি সড়কের ১৯০ কি.মি. পাকা সড়ক গত একযুগেও মেরামত না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। রামগঞ্জ পৌর শহরের সোনাপুর-চিতৌষি সড়ক, কাওয়ালীডাঙ্গা-পানিওয়ালা সড়কসহ সংযোগ সড়ক গুলোর অবস্থায় খুবই খারাপ। উপজেলার সোনাপুর ওয়াপদা সড়ক থেকে শ্রীরামপুর-বাংলাবাজার সড়ক, আলীপুর-সমেশপুর সড়ক, রেজিস্ট্রি অফিস সড়ক থেকে নারায়নপুর সমিতির বাজার সড়ক, নিচহরা সড়ক, হানুবাইশ-ভাদুর বাবুল মার্কেট সড়ক, বড়বাড়ী-হানুবাইশ সড়ক, ভাদুর-সুধারাম সড়ক, সোনাপুর-পানিয়ালা সড়ক, শৈরশেই-নোয়াগাঁও সড়ক, রামগঞ্জ-টিওরী-এরশাদ হোসেন সড়ক, রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কসহ ২২০টি সড়ক দিয়ে যান চলাচল তো দুরের কথা পায়ে হাঁটাও দুরুহ হয়ে পড়েছে স্থানীয় মানুষদের কাছে। সড়কে বিশাল বিশাল গর্তের কারনে যানবাহন চলাচলেও মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ