Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননায় কাপ্তাইয়ে ৩ জন আটক

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বন্ধবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা ও মানহানির মামলায় কাপ্তাইয়ে বিএনপির তিন কর্মী আটক। কাপ্তাই থানার ওসি সৈয়দ আহম্মাদ নূর জানান, ওয়া¹া ইউপি চেয়ারম্যান চিরনজিত তংচঙ্গ্যার মামলায় গত সোমবার রাতে কাপ্তাই থানার পুলিশ অভিযান চালিয়ে ইমাম হোসেন রাসেল (২২), শামসুল হক (৩৪) ও বেলাল হোসেন (৪৭)কে আটক করা হয়। বেলালের বিরুদ্বে ২০১৩ সালের নাশকতা মামলার দু’টি মামলা রয়েছে বলে উল্লেখ করেন। ওসি জানান, অন্যন্যা আসামিরা পলাতক রয়েছে। তাদেরও আটক করার প্রস্তুুতি চলছে। আটককৃত আসামিদের ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন। এছাড়া কাপ্তাই থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে এসআই মিজানুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল আলিম, এ এস আই আকাশ চৌধুরী ও আসাদ বন মামলার পলাতক আসামি সেলিম (২৫) ও শুক্কুর আলী (৪৮)কে শিলছড়ি শীতার ঘাট এলাকা হতে আটক করা হয়েছে। সকল আসামিদের গতকাল (মঙ্গলবার) রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ