রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রংপুরের পীরগাছায় গত সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে তুলার গোডাউনসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল ভষ্মীভূত হয়েছে। পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও পীরগাছা ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের কান্দির হাটে অবস্থিত শাহাবুদ্দিন সাবু মিয়ার তুলার গোডাউনে রাত একটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় একটি তুলার গোডাউন, তুলার কারখানা, ওয়ার্কশপ ও একটি ধানের গোডাউন সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানা যায়।
এলাকাবাসীর অভিযোগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোক সঠিক সময়ে আসলে ক্ষয়-ক্ষতির পরিমান আরো কম হত। পীরগাছা উপজেলা থেকে ঘটনাস্থল পর্যন্ত ২০ মিনিটের রাস্তা হলেও ফায়ার সার্ভিসের লোকজন আসতে সময় লাগে প্রায় এক ঘন্টা। তুলা তৈরীর কারখানার মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।