Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজিপুরে ৩২ ঈদগাহ মাঠ এখনও পানির নিচে

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে ৩২টি ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে না। বন্যার কারণে এখনও এসব মাঠে পানিতে তলিয়ে রয়েছে। গতকাল মঙ্গলবার বন্যাকবলিত খাসরাজবাড়ী, মনসুরনগর, চরগিরিশ, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, শুভগাছা ও মাইজবাড়ী ইউনিয়নে পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে ইউএনও শফিকুল ইসলাম ও পিআইও একেএম শাহ আলম মোল্লা এ তথ্য জানান।
কাজিপুরের দুর্গম চরাঞ্চলে অর্ধশতাধিক ঈদগাহের মধ্যে ৩২টি ঈদগাহ মাঠ পানিতে তলিয়ে আছে। তবে পানি নামতে শুরু করায় এ সংখ্যা কমে আসার সম্ভাবনার কথাও জানান তারা। যে সব এলাকায় মাঠ পানির নিচে রয়েছে সে সব এলাকায় মসজিদগুলোতে নামাজ আদায়ের প্রস্তÍতিও রয়েছে বলে জানান। এবারের বন্যায় সরকারি হিসাব অনুযায়ী ২৯১১০টি পরিবার বন্যাকবলিত হয়েছে। ক্ষতিগ্রস্থ লোক সংখ্যা ১২৩১১০। তবে বেসরকারি হিসাব মতে বেশী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ