Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৪

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ২:০৪ পিএম

রাজশাহীতে আজ সকালে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। রাজশাহী মহানগরী ও জেলার গোদাগাড়ী এবং মোহনপুরে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পুলিশের এক এসআই ছয়জন আহতও হন।

নিহতরা হলেন- জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য সেলিম রেজা (৫৩), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের জালাল হোসেনের ছেলে জাহিদ হাসান (১৮), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে আক্তার আলী (৭৫) এবং তানোর উপজেলার মুণ্ডুমালা চুনিয়াপাড়া গ্রামের মিনারুল ইসলামের স্ত্রী রুবিনা খাতুন (৩৫)।

আহতরা হলেন- জেলা ডিএসবির এসআই আবদুল কাইয়ুম (৪০), নিহত রুবিনার স্বামী মিনারুল ইসলাম (৪৩), তার মেয়ে ফাতেমা খাতুন (৮), রুবিনার মামাতো বোন সানজিদা খাতুন (৯) এবং দুই মোটরসাইকেল চালক আহসান হাবিব (৪০) এবং জিয়ারুল ইসলাম (৩৫)। এদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত ডিএসবি সদস্য সেলিম রেজা জেলার পর্ব থানা জোনে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে চড়ে সেলিম রেজা ও এসআই আবদুল কাইয়ুম রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে মোহনপুরের কেশরহাট যাচ্ছিলেন।

এ সময় মোহনপুর উপজেলা সদরে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর সেলিম রেজা মারা যান। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।
এদিকে গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, নিহত জাহিদ হাসান একটি ট্রাকের হেলপার ছিলেন। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে তাদের ট্রাকটি উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে দাঁড়িয়েছিল। জাহিদ তখন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রাকের পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে রাজশাহীমুখি একটি ট্রাক এসে জাহিদকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে জাহিদ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গোদাগাড়ী হাসপাতালে নিয়ে যায়। সেখানে জাহিদ মারা যান। ভোরের দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর উজানপাড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় আক্তার আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকেও উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ আক্তার আলী মারা যান।

এদিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি জানান, বেলা ১১টার দিকে নগরীর শিরোইল এলাকায় এক দুর্ঘটনায় রুবিনা খাতুন নামে তানোরের এক নারী মারা গেছেন। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। অটোরিকশায় তার স্বামী, মেয়ে এবং খালাতো বোনও ছিল। তারা আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী রেলস্টেশনের সামনে বেলা ১১টার দিকে একটি বাস, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেলের মধ্যে চতুর্মুখি সংঘর্ষ ঘটে। এতে দুই মোটরসাইকেলের চালক আহসান হাবিব ও জিয়ারুল ইসলামসহ অটোরিকশার সব যাত্রী আহত হন। এ সময় আশপাশের লোকজন তাদের রামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার রুবিনা খাতুন মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ