Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১০:৩৩ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ছে, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতু থেকে দাউদকান্দির হাসানপুর পর্যন্ত তিন কিলোমিটারজুড়ে শত শত গাড়ি আটকে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা যায়, রবিবার রাত ১২টার পর শুরু হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ যানজট সোমবার বিকাল ৫টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় একই চিত্র চোখে পড়ে। তবে সকাল থেকে থেমে থেমে গাড়ি চলতে দেখা গেছে।

এ ব্যাপারে বাসের যাত্রীরা জানান, দীর্ঘক্ষণ বাসে বসে আছেন তারা। কিন্তু বাস একটু নড়ছে না। অন্যদিকে বাসের এক চালক বলেন, এ সড়কে কয়েক দিন ধরেই তীব্র যানজট চলছে।

তীব্র যানজটের কারণ হিসেবে দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওজন পরিমাপক যন্ত্রের ধীর গতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ