বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন (ইসিই) বিভাগে “সেকেন্ড ওয়ার্কশপঃ শেয়ারিং দি সার্ভে রেজাল্ট” অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইসিই বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির আয়োজনে ওয়ার্কশপটি বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন ইসিই বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং টেকনিক্যাল সেশন পরিচালনা করেন প্রফেসর ড. এ বি এম আওলাদ হোসেন। ওয়ার্কশপে ইসিই বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।