বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আগ্রাবাদ জাম্বুরি মাঠে ছিনতাইয়ের প্রস্তুতিকালে রোববার রাতে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম। গ্রেফতারকৃতরা হলো- মিজানুর রহমান ওরফে মিজান (২২), দোলোয়ার হোসেন (৩৪), মো. হেলাল (২৫), মো. রবিন (১৯), মো. আলী (২৮) ও মো. বেলাল (২২)।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, তারা সবাই পুলিশের তালিকাভূক্ত ছিনতাইকারী। এদের মধ্যে মিজানের বিরুদ্ধে অপহরণের একটি, দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি এবং হেলাল ও আলীর বিরুদ্ধে একটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি, একটি চাপাতি, একটি পিস্তল সদৃশ ছুরি উদ্ধার করা হয়। নগরীর বিভিন্ন ফাঁকা রাস্তায় অটোরিকশা ও মোটর সাইকেল নিয়ে ছিনতাই করে থাকে তারা।
আগ্রাবাদ এক্সেস রোড, আমবাগান, ওয়াসা থেকে আলমাস মোড় হয়ে কাজীর দেউড়ি, জামালখান মোড়, গণি বেকারি সড়কে বেশি ছিনতাই করে এ চক্রটি। আগেও তারা বিভিন্ন সময়ে গ্রেফতার হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে পুনরায় ছিনতাই কাজে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।