Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরবাসীর প্রতি কেসিসি মেয়রের আহবান

দূষণ রোধে কোরবানির দিনে যত্রতত্র পশু জবাই করবেন না

| প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


খুলনা ব্যুরো : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান পরিবেশ দূষন রোধ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রকাশ্যে রাস্তা বা ড্রেনের ওপর পশু জবেহ না করার জন্য মাংস ব্যবসায়ীসহ নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, যত্রতত্র পশু জবেহ’র ফলে দ্রæত সময়ের মধ্যে পশুর বর্জ্য অপসারণে খুলনা সিটি কর্পোরেশনকে বেগ পেতে হয়। এর ফলে পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা থাকে। সেজন্য সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় এই নগরীর পরিবেশ দূষনমুক্ত ও স্বাস্থ্যস্মমত রাখতে হবে। তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষ্যে কেসিসি’র পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য যাতে ড্রেনে বা রাস্তায় না আসে সে লক্ষ্যে তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
সিটি মেয়র গতকাল সোমবার সকাল ১০টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে পবিত্র ঈদ-উল-আযহা ২০১৭ উপলক্ষে খুলনা মহানগরী এলাকায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির কর্মসূচী সফল করার লক্ষ্যে মাংস ব্যবসায়ীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতা করছিলেন। যত্রতত্র কোরবানির পশু জবাই রোধে কেসিসি কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।
সভায় কেসিসি’র স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, সচিব মোঃ ইকবাল হোসেন, সিনিয়র ভেটেরিনারী সার্জন ডা. মোঃ রেজাউল করিম, জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। উল্লেখ্য পরিবেশ দুষণ রোধে খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ড এলাকায় ১৭২টি স্থানে কেসিসি’র পক্ষ থেকে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ