বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান বলেছেন, কাজী জাফর আমাদের আদর্শ। তিনি যতদিন বেচে ছিলেন ততদিন দেশ ও জাতির সেবা করে গেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় ও তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশে আজকাল কাজী জাফরের মত মহান নেতা বড় প্রয়োজন। কারণ তিনি জানতেন দেশ ও জাতিকে কিভাবে রক্ষা করতে হয়। গত রোববার সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপজেলা চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ কামরুল হুদা বলেছেন, বর্তমানে দেশের যে ক্রান্তিকাল চলছে, এতে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের বড় প্রয়োজন ছিল। কিন্তু তিনি অকালেই আমাদের থেকে হারিয়ে গেছেন।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও ছাত্রনেতা এএসএম শামীম, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম, যুগ্ম আহবায়ক নুর হোসেন বলাই, পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মনির হোসেন, নজির আহম্মেদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাখাওয়াত হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা যুব সংহতির সভাপতি মনির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা রুহুল আমিন, এডভোকেট শফি উদ্দিন ভুঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল কাদের বাকী, কাজী মোহাম্মদ নজরুল, জাপা নেতা লোকমান হোসেন পাটোয়ারী, কামরুল ইসলাম বাবুল, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহবায়ক কাজী ফয়েজ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, খোরশেদ কবির শিপন, জাতীয় পার্টি (এরশাদ) উপজেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
এদিকে যানজটের কারণে সময় মত পোঁছতে না পেরে পথ থেকে ঢাকায় ফিরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারসহ ২০ দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কাজী জাফরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কোরআন খতম, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও আলোচনা সভা আয়োজন করে জাতীয় পার্টি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সকালে কাজী জাফরের কবরে পুস্প্যমাল্য অর্পন করে জাতীয় পার্টি, বিএনপি, ভাসানী অনুসারী পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।