রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাক) উপজেলা সংবাদদাতা: ঢাকার ধামরাইয়ে ফুকুটিয়া গ্রামের এক শিক্ষকের বাড়িতে গত রোববার দিবাগত গভীররাতে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে শিক্ষক ও তার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এ সময় দুর্বৃত্তরা নগদ টাকা লুট করে নিয়ে গেছে। পরে আহতদের চিকিৎসার জন্য রাতেই উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হয়। কিন্তু তাদের অবস্থা আশংকাজনক বলে ঢাকা মেডেক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
জানা যায়, উপজেলার সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের খন্ড কালীন শিক্ষক মাহম্মুদ বিন হেলাল মাসুদ (৩৫) এর বাড়িতে গক রবিবার গভীর রাতে হাফ প্যান্ট পরিহিত ৫/৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত বিল্ডিংয়ের কলাপসিবল গেইটের তালা ভেঙে রুমের ভেতর ঢুকে প্রথমেই ওই শিক্ষক ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করার চেষ্টা কালে শিক্ষক দম্পত্তি আতংকিত হয়ে ডাক-চিৎকার দিলে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারারো অস্ত্র দিয়ে শিক্ষককে ও স্ত্রী নিপার (২৫) মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় দুর্বৃত্তরা নগদ ৫ হাজার টাকা ছাড়া আর কিছুই নিতে পারেনি। অপর দিকে উপজেলা বাইশাকান্দা গ্রামে অঞ্জনা সরকার নামের এক শিক্ষিকার বাড়িতে গত বুধবার ডাকাতরা কলাপসিবল গেইটের তালা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।