Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনামসজিদ বন্দরে অস্ত্র-মাদকসহ আটক ৩

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ৫:৩৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় র‌্যাব ও পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো- গোমস্তাপুর উপজেলার গোরীপুর গ্রামের মৃত মিঠুর ছেলে সিজার আলী (২৫), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাকসিলা গ্রামের আবদুস সালামের ছেলে শাহিন আলী (২৮) ও একই উপজেলার উখালি গ্রামের মৃত সোনা মন্ডলের ছেলে মেহের আলী (২৭)। র‌্যাব জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ গণকবর সামনে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের এএসপি এনামুল করিমের নেতৃত্বে র‌্যাবের একটি টহলদল একটি ব্যাটারী চালিত অটোভ্যানে তল্লাশী চালিয়ে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ সিজার আলীকে আটক করে। অপরদিকে শিবগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ভেতরে একটি ট্রাকে কেবিনের ভেতরে রক্ষিত ৩৭৬ বোতল ফেনসিডিলসহ শাহিন ও মেহের আলীকে আটক করে। এসময় ঢাকা মেট্রো ট ১৬-৩৭৫০ ট্রাকটি জব্দ করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ