বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ায় ফটোকপির মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রবিবার রাত দিবাগত মধ্যরাতে শহরের কোর্ট রোড এলাকার সিটি মার্কেট সংলগ্ন ফটোকপির মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ফটোকপি, কনফেকশনারি ও দলিল লেখকের অফিস রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত প্রায় দেড়টার দিকে ফটোকপি মার্কেট সংলগ্ন সিটি সেন্টারে অবস্থিত শাহজালাল ইসলামী ব্যাংকের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ফটোকপি মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনে ৬টি ফটোকপি দোকান, ভি.আই.পি বেকারি, একটি দলিল লেখক অফিস, একটি পানের দোকানসহ ১১টি সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়। আগুনে ১৬টি ফটোকপি মেশিন, ১৫শতাধিক দলিল পুড়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, রাত দুইটার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।