বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে।
রোববার রাত ১২টা থেকে যানজট শুরু হয়। আজ সোমবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট চলছিলো।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু থেকে হাসানপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে এই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নিরীহ যাত্রী সাধারণকে।
দাউদকান্দি থেকে ঢাকাগামী বাসের এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, ভোর সাড়ে পাঁচটা থেকে তিনি তালতলি এলাকায় আটকে আছেন বলে জানালেন। বোনের মৃত্যুর খবর পেয়ে তিনি নারায়ণগঞ্জে যাচ্ছেন। যানজটে আটকে বোনের জানাজায় অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে চিন্তায় পড়েছেন। এক বাস চালক জানান, এই সড়কে কয়েক দিন ধরেই তীব্র যানজট চলছে।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।