বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সীতাকুÐ সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুÐে সোনাইছড়ি ত্রিপুরা পল্লীর শিশুদের মাঝে পুষ্টিকণা বিতরণ করা হয়েছে। গতকাল (রোববার) সকাল ১০টায় উপজেলার মধ্যম সোনাইছড়ি এলাকার গহীন পাহাড়ে বসবাসরত ৬ মাস থেকে ২৩মাস বয়সের শিশুদের মাঝে এ পুষ্টিকণা বিতরণ করা হয়। সীতাকুÐ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিসেফের বাস্তবায়নে পুষ্টিকণা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী। সীতাকুÐ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরুল করিম রাশেদের সভাপতিত্বে পুষ্টিকণা বিতরণকালে উপস্থিত ছিলেন মোঃ আজম, স্থানীয় আওয়ামী লীগ নেতা এনামুল হক চৌধুরী, ত্রিপুরা পাড়ার সর্দার সুজন ত্রিপুরা, কাঞ্চন ত্রিপুরা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, শুধু ৬মাস থেকে ২৩ মাস পর্যন্ত বয়সের শিশুরাই পুষ্টিকণা খেতে পারবে। সীতাকুÐের সকল ত্রিপুরা পাড়ায় প্রতিজন শিশুকে ৬০টি করে পুষ্টিকণা দেয়া হবে। এভাবে পুরো উপজেলা জুড়ে পাহাড়ে প্রায় ১ হাজার শিশুদের মাঝে মোট ৬০হাজার পিস পুষ্টিকণা বিতরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।