বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো ও সীতাকুÐ সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুন্ডে এক যুবককে গ্রেফতারের পর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। আহত যুবকের নাম নূর মোস্তফা (২৮)। গুলিবিদ্ধ যুবককে ‘ডাকাত’ দাবি করে পুলিশ বলছে, সহযোগীরা পালানোর সময় গুলি ছুড়লে আহত হন তিনি। সীতাকুÐ থানার এসআই সুজয় কুমার মজুমদার জানান, শনিবার রাতে ১০-১২ ডাকাতের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে কেদারখিল এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে নূর মোস্তফা ও মো. ইউসুফ নামে দুইজনকে পুলিশ ধরে ফেলে। পালিয়ে যাওয়ার সময় অন্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে নূর মোস্তফার বাম পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচটি কার্তুজ ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই সুজয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।