Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি বিদ্যালয়ের টাইমস্কেল ও পদোন্নতি জটিলতা নিরসনের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেল প্রদান এবং পদোন্নতি জটিলতা নিরসনের দাবি জানিয়েছে শিক্ষকরা। আগামী ৩১ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে স্কুলে স্কুলে ব্যানার টানানো, জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি এবং আইনি পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাসমাশিস। গতকাল (শনিবার) এক বিজ্ঞপ্তিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (আসমাশিস) এর সভাপতি মোঃ ইনছান আলী ও সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন সরকার বলেন, গত ৬ জুলাই ডিপিসির সভায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০১,২০০২ ব্যাচের সহকারী শিক্ষকদের ২য় টাইমস্কেল ও ২০০৫, ২০০৬ ব্যাচের শিক্ষকদের ১ম টাইমস্কেল প্রদানের সিদ্ধান্ত হয়। একইসাথে ১৯৯১ ব্যাচের পদোন্নতি জটিলতার নিরসনে সিদ্ধান্ত গৃহীত হলেও এখন পর্যন্ত আদেশ জারি করা হয়নি। ইনসান আলী বলেন, শিক্ষকদের অধিকার ও দাবির বিষয়ে সরকার আন্তরিক হলেও সংশ্লিষ্ট কারো কারো অবহেলা ও অসহযোগিতার কারণে শিক্ষকরা এখনো প্রাপ্য টাইমস্কেল বঞ্চিত আছেন ও আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আর এধরণের কর্মকান্ডের কারণে সরকারের সাফল্যও ম্লান হচ্ছে। শিক্ষক নেতৃবন্দৃ আগামী ৩১ আগস্টের মধ্যে ডিপিসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ