Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যেভাবে মাহফুজ আহমেদ অভিনেতা হয়ে উঠলেন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাহফুজ আহমেদ। ছোট পর্দায়ও ২৮ বছর ধরে সফলতার সাথে অভিনয় করে চলেছেন। অথচ মাহফুজ আহমেদের অভিনয় জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। ইমদাদুল হক মিলনের কোন কাননের ফুল ছিল তার প্রথম নাটক। প্রথম নাটকে একটি সংলাপ ‘অলি, এদিকে আয়’ বলার জন্য রাতভর আরেক বন্ধুকে নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন মাহফুজ আহমেদ। অলি চরিত্রে অভিনয় করেছিলেন আজিজুল হাকিম, আর কোন কাননের ফুল ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র শমী কায়সার। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ঈদের বিশেষ আয়োজন রাঙা সকাল-এ অংশ নিয়ে মাহফুজ আহমেদ বলেন, এমনও হয়েছে পকেটে ৮-১০টাকা ছিল। দিনের পর দিন রাস্তায় হেঁটেছি, না খেয়েও থেকেছি, বৃষ্টিতে ভিজেছি। গ্রাম থেকে শহরে এসে লজিং মাস্টার হিসেবেও কাজ করেছি। মাহফুজ আহমেদের শূণ্য থেকে অনন্য হয়ে ওঠার গল্পগুলো জানা যাবে ঈদের ৩য় দিন, সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে। রুম্মান রশীদ খান ও নন্দিতার উপস্থাপনায় রাঙা সকাল প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ