Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গঙ্গাচড়ায় খামারির কাছে চাঁদা দাবি ও টাকা ছিনতাই

| প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


গংগাচড়া (রংপুর) উপজেলা সংবাদাতা: রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় পূর্ব শত্রæতার জের ধরে খামার ব্যবসায়ীকে মারপীট করে টাকা ও মোবাইল ছিনতাইরে ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরের দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কুতুব বিলের পাড় নামক স্থানে।
মামলা সূত্রে জানা যায়, গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী ফুলবাড়ীর চওড়া এলাকার মৃত জমশের আলী এর ছেলে বিশিষ্ট মুরগী ও গরু খামার ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান মিন্টু সাথে ওই এলাকার মৃত জেনার মামুদ এর ছেলে আশরাফ আলী আসাই (৪৫), এরশাদ আলী সুকারু (৪০), আশেক আলী (৪২) গং দের সাথে মামলার স্বাক্ষী নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আসামীরা গংগাচড়া থানার মামলা নং-২৫, তাং-১৭/০৭/২০১৭ইং এবং মামলা নং-২৬, তাং-১৮/০৭/২০১৭ ইং এ জামিনে মুক্তি পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে। গত শুক্রবার আব্দুর রহমান মিন্টু বদরগঞ্জের ইট ভাটায় ইট কেনার জন্য ২ লাখ টাকা নিয়ে যান। ইট না পেয়ে দুপুর ১২.০০ টার দিকে বাড়ি ফেরার পথে কুতুব বিলের পাড় নামক স্থানে পৌঁছিলে গোলাম মোস্তফা (৪৫), ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান মিন্টুর কাছ থেকে মামলা চালানোর জন্য ২ লাখ টাকা চাঁদা দাবী করে। উক্ত টাকা দিতে অস্বীকার করে মিন্টু। এতেই ক্ষিপ্ত হয়ে এরশাদ আলী সুকারু তার দলবল নিয়ে লাঠি, লোহার রড, ছোরা দিয়ে আব্দুর রহমান মিন্টুকে এলোপাতারিভাবে মারপিট করলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মোস্তাফিজার রহমান (৪০) এর হুকুমে আনারুল ইসলাম (৪৩) তাকে হত্যা উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাতারি মারতে থাকে। আনারুল ইসলামের হাতে লোহার রড দিয়ে ডান হাতে কবজির উপরে মারলে হাত ভেঙ্গে যায়। আইনুল ইসলামের হাতে থাকা রড দিয়ে পায়ের হাটুতে আঘাত করলে হাটু ভেঙ্গে জখম হয়। এ ব্যাপারে ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান মিন্টুর ছেলে মেহেদী হাসান শাফি বাদী হয়ে এরশাদ আলী সুকারু সহ ১৬ জনকে আসামী করে মামলা দায়ের করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ