Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে পল্লী বিদ্যুতের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

| প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা: ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কিালকিনি সাব-যোনাল অফিসের উদ্যোগে গ্রাহক সেবায় এক ব্যতিক্রম ধর্মী কার্যক্রম শুরু করেছে। তারা গ্রাহকদের ভোগান্তি ও হয়রানী বন্ধের লক্ষে ‘স্পট মিটারিং প্রোগ্রাম’ নামের কর্মসূচী চালু করে গ্রাহকের কাছ থেকে তাৎক্ষনিক আবেদন গ্রহন করে সাথে সাথে গ্রাহকের বাড়িতে মিটার লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে উক্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
এব্যাপারে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কিালকিনি সাব-যোনাল অফিসের এ জি এম কম সিদ্দিকুর রহমান তালুকদার বলেন ‘মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের ঘোষণা মতে ২০১৮সালে জুনের মধ্যে কালকিনি শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে। আর কেউ যাতে বিদ্যুৎ পেতে কোন প্রকার দালালদের সরনাপন্ন না হয় এবং যাতে সহজ শর্তে বিদ্যুৎ পায় তার জন্য উক্ত ‘স্পট মিটারিং প্রোগ্রাম’ এর মাধ্যমে আবেদনের সাথে সাথে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে’।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ