Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীপুরে কারখানায় নারী শ্রমিকের মৃত্যু

| প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে নির্মানাধীন পোশাক কারখানায় লোহার পাইপের আঘাতে কুলসুম আক্তার (৪৭) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার ধনুয়া গ্রামে ডিবিএল গ্রæপের জিন্নাত ফ্যাশন নামক কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক কুলসুম খাতুন (৪৭) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফজলুল হকের স্ত্রী। নিহতের স্বামী ফজলুল হক জানান, গত শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারিত কাজ শেষে কুলসুম বাসায় ফিরলে কারখানা কর্তৃপক্ষ অতিরিক্ত কাজ (ওভার টাইম) এর কথা বলে সন্ধ্যা থেকে আবার কাজে যোগদান করান। পরে রাত ৮টার দিকে কারখানার নিরাপত্তাকর্মীরা অজ্ঞান অবস্থায় তাকে বাসায় রেখে যান। পরে বাড়ীতে পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাধীন অবস্থায় সে রাত দুইটার দিকে মারা যায়। এ ব্যাপারে জিন্নাত ফ্যাশন কারখানার উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে কারখানার তত্ত¡াবধানকারী স্থানীয় ইসমাইল হোসেন বলেন, নারী শ্রমিকেরা অসহায়ত্বের কথা বিবেচনা করে তাকে আর্থিক ভাবে ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ