Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার : বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

 

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল শিক্ষকের যৌন হয়রানীর প্রতিবাদে ফুসে উঠেছে এলাকার অভিভাবক ও ছাত্রীরা। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে। রোববার ভোরের দিকে পুলিশ গ্রেফতার করে লম্পট স্কুল শিক্ষককে। খবর পেয়ে স্কুলের সভাপতি ও মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল স্কুলে উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দেন। এদিকে রোববার দুপুরে এ ঘটনায় জরুরী ভাবে স্কুল পরিচালনা কমিটির সভা আহবান করা হয়। অভিযোগ উঠেছে স্কুলের ক্রীড়া শিক্ষক মহামায়া গ্রামের সোবাহান বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম বাবলু গত বৃহস্পতিবার অষ্টম শ্রেনীতে পড়–য়া এক ছাত্রীকে যৌন হয়রানী করে। এ কথা জানাজানি হয়ে পড়লে অভিভাবকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিচার ও লম্পট শিক্ষকের গ্রেফতার এবং বরখাস্ত করার দাবী জানায় অভিভাবকরা। কিন্তু প্রভাবশালী মহলের আত্মীয় হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এর আগে একই স্কুলের শিক্ষক জহুরুল ইসলাম নামে আরেক শিক্ষক ছাত্রীর গায়ে হাত ও উত্যক্ত করার দায়ে অভিযুক্ত হন। তাকে তিন মাস সাময়িক বরখাস্ত করা হয়। পরে লাঞ্চিত স্কুল ছাত্রীর বিয়ের যাবতীয় খরচ দিয়ে চাকরীতে পুর্নবহাল হন জহুরুল। অভিভাবকদের একটি সুত্র জানায়, ওই স্কুলের একাধিক ছাত্রীকে যৌন হয়রানী করা হয়েছে। লোক লজ্জার ভয়ে অভিভাবকরা বিষয়টি গোপন করে যাচ্ছেন। এদিকে পশ্চিম দুর্গাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বার বার যৌন নিগ্রহের শিকার হওয়ার বিষয়টি রোববার বাজারগোপালপুরসহ এলাকায় টক অব দি ভিলেজে পরিণত হয়। লম্পট শিক্ষকদের বরখাস্তসহ তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে চায়ের দোকানগুলোতে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে পশ্চিম দুর্গাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান ছাত্রীদের বিক্ষোভ ও ক্লাস রুমে তালা মারার কথা স্বীকার করে জানান, উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় রোববার বিশেষ জরুরী সভা আহবান করা হয়েছে। তিনি বলেন, শিক্ষক রবিউল ইসলাম বাবলুকে পুলিশ গ্রফতার করেছে। তাকে বরখাস্তের প্রক্রিয়া চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ