Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

| প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার চাটমোহরে ঈদ উল আযহাকে সামনে রেখে পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত টোল আদার করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে বেশী টাকা হাতিয়ে নিচ্ছেন ইজারাদাররা। এদিকে পশুর হাটগুলোতে ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায়ে উদ্বেগ প্রকাশ করেছে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি। গতকাল সন্ধ্যায় স্থানীয় হারডো কার্যালয়ে কমিটির সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই উদ্বেগ প্রকাশ করে বলা হয়,উপজেলার অমৃতকুন্ডা (রেলবাজার),নতুন বাজার নতুন হাট,শরগঞ্জ হাটসহ অন্যান্য হাটে গরু, ছাগল ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। সভায় জাহাঙ্গীর আলম,ডা, অঞ্জন ভট্টাচার্য, মোঃ শাহজাহান আলী,নুরে আলম মঞ্জু, হেলালুর রহমান জুয়েলসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়,উপজেলায় ছোট-বড় ৪টি হাটে গরু-ছাগল বিক্রি হচ্ছে। ঈদ উপলক্ষে এ সকল হাটে পর্যাপ্ত পরিমাণে গবাদি পশু আমদানী হচ্ছে। বেচা বিক্রিও অনেক। পছন্দের পশু কেনা-বেচার জন্য এবারো হাটগুলো জমে উঠেছে। কিন্তু বাঁধ সেজেছে ইজারাদার। ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে ইচ্ছেমতো টোল আদায় করছেন তারা। একই সঙ্গে দিতে হচ্ছে দ্বিমুখী টোল। একটি গরু বিক্রি হলে বিক্রেতার নিকট দুশ টাকা ও ক্রেতার নিকট পাঁচশ টাকা। এছাড়াও একটি ছাগল বিক্রি হলে বিক্রেতার নিকট ১৫০ টাকা এবং ক্রেতার নিকট থেকে দুশ টাকা পর্যন্ত আদায় করে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা বলেন, অভিযোগ পাওয়া গেলেই দ্রæত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ