রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: হাই কোর্টের নির্দেশে সাতকানিয়ায় দুটি আদালত স্থানান্তরের দাবী জানিয়েছেন সাতকানিয়া আইন জীবীসমিতি। গত কাল রবিবার সকালে সাতকানিয়া আদালত চত্বরে আইন জীবি সমিতি এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। একেই দাবীতে আইন জীবিরা মানব বন্ধন কর্মসূচী ও পালন করেন। সংবাদ সম্মেলনে সাতকানিয়া আইনজীবি সমিতির নেতৃবৃন্দ বলেন, আইন জীবি সমিতির দাবীর প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা জজের সুপারিশ ক্রমে মহামান্য হাই কোর্ট চট্টগ্রাম জেলা আদালত থেকে অর্থ-ঋণ আদালত এবং জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রট আদালত সহ দুটি আদালত সাতকানিয়া চৌকিতে স্থানান্তরের নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতকানিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আব্দুর রকিব চৌধুরী। সেক্রেটারী এডভোকেট মেজবাহ উদ্দিন আহম্মেদ চৌধুরী (কচির)। এডভোকেট সুনীল বড়–য়া। এডভোকেট হাফিজুল ইসলাম মানিক। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালত স্থানান্তর বাস্তাবায়ন কমিটির সচিব এডভোকেট এ,এম জাহাঙ্গীর বাবুল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।