রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে রূপগঞ্জেও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে জমে ওঠেছে ঈদ বাজার। পশু ক্রয় ছাড়াও চিরাচরিত নিয়মে পোষাক ক্রয়ে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তাই এ অঞ্চলের হাট বাজারেও দেখা গেছে ক্রেতা বিক্রেতা ব্যস্ততা।
সরেজমিন ঘুরে দেখা যায়, দেশের বৃহত্তম পাইকারী হাট গাউছিয়া মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভীর। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই এ ব্যস্থতা বেড়ে গেছে বলে জানায় ব্যবসায়ীরা। কারন হিসেবে বলেন, ঈদের সময় ঘনিয়ে এলে সাধারনত পশু ক্রয় ও পশু নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাই আগে থেকেই কাপড় কিনে রাখলে এ প্রয়োজনীয় কাজটি আগেই শেষ করা যায়। এতে ঈদের ব্যস্ততা কমে আসে। তবে বিত্তবানরা এ ঈদেও নতুন জামা কিনলেও দরিদ্র ঘরের লোকজন সাধ্য না থাকায় কাপর ক্রয় করছেন না।
গাউছিয়া মার্কেটের কাপর ব্যবসায়ী তামিম ফ্যাশনের মালিক সাইফুল ইসলাম সাইফ বলেন, মিডিয়ার ও নেটের অত্যাধুনিক বিচরনের প্রভাবে ক্রেতারা নতুন নতুন ডিজাইনের কাপরের প্রতি আকৃষ্ট হচ্ছেন। ফলে গত রোজার ঈদের অনেক কাপড়ই বিক্রি করতে পারেননি। তবে এ ঈদের জন্য আনা কাপড়গুলো সহসাই বিক্রি হচ্ছে। ক্রেতা সমাগত বাড়ায় তিনি খুশি বলে জানিয়েছেন।
এ বাজারে কাপর কিনতে আসা মারজান রিমা বলেন, গত রোজায় তাদের জন্য জামা ক্রয় করা হয়েছে। এ ঈদেও তারা নতুন কাপর কিনতে এসেছেন। তবে নতুন ডিজাইনের অযুহাতে দাম নিচ্ছেন বেশি। যা অনেক সাধারন ক্রেতার নাগালের বাইরে থাকবে বলে মনে করেন তিনি।
এদিকে মুড়াপাড়া বাজার ও কাঞ্চন বাজারেও জমে ওঠেছে কাপরের কেনা বেচা। স্থানীয় লোকজন ছাড়াও এখানকার শিল্পকারখানায় কর্মরত শ্রমিকরা পূর্ব থেকেই এসব বাজার থেকে তাদের পরিবারের জন্য কাপর কিনে রাখছেন। তাই এসব বাজারেও ক্রেতা সমাগম দেখা গেছে।
গাউছিয়া মার্কেটে কাপড় কিনতে আসা মাহবুব আলম প্রিয় বলেন, পবিত্র ঈদ উল আযহায়ও বিশেষকরে শিশুদেও জন্য কাপর কিনতে হয়। তাই এখানে কাপন কিনতে আসা। তবে দাম কিছুটা বেশির মনে হচ্ছে।
একই দৃশ্য দেখা গেছে উপজেলার বেলদী, ভক্তবাড়ি, ইছাপুরার হাটেও। এখানকার সর্বসাধরন পবিত্র ঈদের কেনাকাটা ছাড়াও তাদের সন্তানদের জন্য নতুন জামা কাপড় ক্রয় করছেন।
এসব বিষয়ে রূপগঞ্জ সদর জাঙ্গীর এলাকার কাপর বিক্রেতা সামসুল হক্ব বলেন, রূপগঞ্জে গাউছিয়া মার্কেট থাকায় সাধারনত মফস্বলের হাট বাজারের ক্রেতা পাওয়া দায়। কারণ হিসেবে তিনি জানান, কমদামে বেশি কাপর দেখে কিনে নেয়ার জন্য পরিবার পরিজন নিয়ে সর্বশ্রেণির লোকজন গাউছিয়া মার্কেটে চলে যান । এতে স্থানীয় কাপর বিক্রেতার তেমন সুবিধা পান না।
একই উপজেলার রুপসী প্রিমা প্লাজা থেকে কাপর কিনতে আসা আতাউর রহমান সানী বলেন, এ ঈদে সাধারনত মুসুল্লিরা পশু ক্রয় নিয়ে ব্যস্ত থাকেন তাই মফস্বলের হাট বাজারে তেমন ভীর নেই। তবে পাইকারী কাপড়ের হাট গাউছিয়ার উপছে পড়া ভীর থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।