Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:৪০ পিএম

আজ ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে এই যানজট কোথাও ১৫/২০ মিনিটের মতো বেশি দীর্ঘস্থায়ী হয়নি।
মহাসড়কে ঈদের ঘরমুখো মানুষ বহনকারী যাত্রীবাহী বাস, কোরবানীর গরুবাহী ও মালবাহী ট্রাকসহ অতিরিক্ত গাড়ির চাপের কারণে ধীর গতিতে চলাচল করছে যানবাহনগুলো। এছাড়াও মহাসড়ক সংস্কার ও অতিরিক্ত যানবাহনের চাপের কারনে এই যানজটের সৃষ্টি হচ্ছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চন্দ্রা থেকে যানজটের সূত্রপাত হলেও টাঙ্গাইলের মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং, গোড়াই বাসস্ট্যান্ড, মির্জাপুর বাইপাস, পাকুল্লা, নাটিয়া পাড়া, করটিয়া, পৌলি ও এলেঙ্গা পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও বঙ্গবন্ধু সেতু পারাপারের সময় ওজন স্কেলে মালামাল ওজনের জন্য লোড-আনলোড করতে গিয়ে ট্রাকের দীর্ঘ লাইন পড়ে যায়। যার কারণে বঙ্গবন্ধু সেতুর ওজন স্কেল থেকে মহাসড়কের একলেনে ৩/৪ কিলোমিটার দীর্ঘ ট্রাকের লাইন থাকে। এই লাইন ভোর রাত থেকে বেলা ১২টা-১টা পর্যন্ত থাকে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, মহাসড়কের বিভিন্ন জায়গায় সংস্কার কাজ চলছে। মহাসড়কের অনেকাংশেই একপাশ দিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে। এ কারনে কয়েকটি পয়েন্টে যানজটের সৃষ্টি হলেও হাইওয়ে ও জেলা পুলিশের সঠিক তদারকির কারণে কোথাও যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে না। মহাসড়ক সচল রাখতে সোমবার থেকে সাতশ' পুলিশ মহাসড়কে কাজ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ